কালিয়াকৈরে বিএনপির কমিটি নিয়ে রণক্ষেত্র, আহত ৬

Spread the love

গাজীপুর প্রতিনিধি।

গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির আহবায়ক কমিটি ভেঙে নতুন কমিটি গঠন নিয়ে রণক্ষেত্রের সৃষ্টি হয়েছে। ত্রিমুখী ধাওয়া পাল্টা ধাওয়ার পর এক পর্যায়ে একাধিক কলটেল বিস্ফোরণ ঘটায় বিএনপির নেতাকর্মীরা। এতে ৬ জন আহত হয়ে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে ভর্তি হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।

রোববার (১৫ জুন) সকালে জেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি হেলাল উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদের সমর্থকরা নতুন কমিটিকে বাতিলের দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেন।

এদিকে নতুন কমিটির নেতাকর্মী ও সমর্থকরা পাল্টাপাল্টি আনন্দ মিছিল বের করেন। এসময় এতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কসহ কালিয়াকৈর বাস স্টেশন ও কলেজ রোড এলাকায় আতংক সৃষ্টি হয়েছে। এসময় কালিয়াকৈর বাইপাস ও বাস স্টেশন এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায় বিএনপি। এতে অন্তত ৬ জন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে অবস্থান নেয়। এক পর্যায়ে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *