নগর ভবনের প্রধান ফটকে তালা, ভেতরে ইশরাক সমর্থকদের বিক্ষোভ

Spread the love

স্টাফ করেসপন্ডেন্ট

ঈদের ছুটির পর প্রথম কর্ম দিবসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তরের দাবিতে ফের বিক্ষোভ করছেন তার সমর্থকরা।

রোববার (১৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নগর ভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে ভেতরে বিক্ষোভ শুরু করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মচারী ও তার সমর্থকেরা।

এসময় ইশরাক ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, ১, ২, ৩, ৪ আসিফ তুই গদি ছাড়, শপথ বিয়ে তালবাহানা চলবে না, চলবে না ইত্যাদি স্লোগান দেন বিক্ষোভকারীরা।

এদিকে ঢাকাবাসীর ধারবাহিক এ কর্মসূচিতে উপস্থিত হয়ে পরবর্তী কর্মসূচির ঘোষণা করার কথা রয়েছে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

বংশাল থানা বিএনপি কর্মী আকবর হোসেন বলেন, দীর্ঘদিন ধরে আমরা ন্যায্য দাবিতে আন্দোলন করছি। আদালতের রায়ের পরও জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র পদে শপথের আয়োজন করছে না সরকার। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।

এর আগে, গত ১৪ মে ইশরাক হোসেনকে মেয়র পদে নিয়োগের দাবিতে নগর ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তার সমর্থকরা। এরপর, ‘ঢাকাবাসী’ ব্যানারে টানা বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়।

ঈদুল আজহার লম্বা ছুটির পর প্রথম কর্ম দিবসে ফের বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা।

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *