পুলিশের চার ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

Spread the love

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

রোববার (১৫ জুন) রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন- পুলিশের আরআরএফের কমান্ড্যান্ট আলি আকবর খানকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), চট্টগ্রামের ৯ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ শামসুল হককে সিআইডি, ঢাকার এপিবিএনের অতিরিক্ত ডিআইজি মো. নজরুল ইসলামকে সিআইডি ও সিআইডিতে কর্মরত রুমানা আক্তারকে আরআরএফের কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *