নেত্রকোনায় তক্ষকসহ আটক ৯, মাইক্রোবাস জব্দ

Spread the love

নেত্রকোনা, করেসপন্ডেন্ট ।

নেত্রকোনার কলমাকান্দায় তক্ষকসহ বন্যপ্রাণী চোরাচালান চক্রের ৯ সদস্যকে আটক করেছে কলমাকান্দা থানা পুলিশ।

শনিবার (১৪ জুন) রাতে উপজেলার সদর ইউনিয়নের চিনাহালা মোড় এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিরা নরসিংদী ও মানিকগঞ্জ জেলার বাসিন্দা। চোরাচালানে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ ও নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কলমাকান্দা থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. লুৎফুর রহমান।

এ ব্যাপারে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক জানান, নেত্রকোনার কলমাকান্দা পাহাড়ী সীমান্তবর্তী এলাকা হওয়ায় পাশের মেঘালয় রাজ্য থেকে বিভিন্ন প্রকার বন্যপ্রাণী চোরাই পথে বাংলাদেশের প্রবেশ করে এর মধ্যে তক্ষক একটি। পুলিশের জব্দকৃত তক্ষকটি ছবি দেখে যতটুকু বোঝা যাচ্ছে এটি একটি উড়ুক্কু তক্ষক। যা “হাঁস পা তক্ষক” নামেও পরিচিত। চোরাকারবারীরা এগুলো চোরাচালানের উদ্দেশ্যেই সীমান্তের এই পথ ব্যবহার করে থাকে এর আগেও গত মাসে আমরা দুইটি অভিযান চালিয়ে ২টি তক্ষকসহ কয়েকজনকে আটক করি। বন্যপ্রাণী চোরাচালান বন্ধে আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি এবং পুলিশের জব্দকৃত তক্ষকটি আমাদের কাছে হস্তান্তর করলে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *