
মিরপুর, কুষ্টিয়া, প্রতিনিধি।
কুষ্টিয়ায় মিরপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। জেলার মিরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বিশ্ব ব্যাংক ও ইফাদ’র যৌথ উদ্যোগে ২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমশেন ফর নিউট্রিশন, এন্টারপ্রেরণশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদশে (পার্টনার) এর আওতায় পাটনার কংগ্রসে অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলা অডিটরিয়ামে এ পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী র্কমর্কতা নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুফি মোঃ রফিকুজ্জামান। এতে বিশেষ অতিথি ছিলেন পার্টনার কংগ্রেসের যশোর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার শেখ সাজ্জাদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জসীম উদ্দীন, উপজেলা সমবায় কর্মকর্তা জহুরুল আমিন, প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদি প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মতিয়র রহমান। এছাড়াও জেলার ভেড়ামারা ও দৌলতপুর উপজেলায় এ পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।