পিরোজপুরে কয়লা বোঝাই ট্রাকসহ ব্রিজ খালে, যোগাযোগ বিচ্ছিন্ন দুই উপজেলার

Spread the love

পিরোজপুর প্রতিনিধি।

পিরোজপুরের ইন্দুরকানিতে কয়লা বোঝাই ট্রাক বেইলী ব্রিজ ভেঙ্গে খালে পড়ে কলারন-সন্ন্যাসী-মোড়লগঞ্জ-পিরোজপুর সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এ দুর্ঘটনায় ট্রাকে থাকা কারও ক্ষতি না হলেও বন্ধ রয়েছে যান চলাচল।

শুক্রবার (২০ জুন) ভোররাত ৪টার দিকে ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়নের কলারন সন্ন্যাসীর মালবাড়ি নামক স্থানে খালের ওপর নির্মিত ব্রিজ ধসে যাওয়ার ঘটনা ঘটেছে।

জানা যায়, ভোর চারটার দিকে প্রায় ২৭টন কয়লা বোঝাই একটি ট্রাক পারাপারের সময় কয়লা বোঝাই ট্রাকসহ বেইলি ব্রিজটি ভেঙে পড়ে যায়। বেইলি ব্রিজটি ধসে যাওয়ায় ইন্দুরকানি , কলারন সন্ন্যাসী হয়ে মোড়েলগঞ্জ আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধসহ দুর্ভোগে রয়েছে কয়েক হাজার পথচারী। বর্তমানে সকল প্রকার যোগাযোগ বন্ধ রয়েছে।

স্থানীয়রা জানান, ইন্দুরকানি মালবাড়ির এ ব্রিজটি অনেকটাই দুর্বল। পাঁচ টনের অধিক যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও অতিরিক্ত কয়লা ভর্তি ট্রাক সেতুতে উঠার পরই ভার বহন করতে না পারায় সেতু ভেঙে পড়ে। ট্রাকটি বর্তমানে ব্রিজসহ খালে পড়ে রয়েছে।

পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে, পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ইন্দুরকানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মােতায়েন করা হয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *