মুরগি-সবজির দামে স্বস্তি

Spread the love

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা।

ঈদুল আজহার পরবর্তী সময়ে বাজারে মুরগির দাম কম থাকলেও সবজির দাম ছিল বেশ চড়া। তবে বর্তমানে সবজির দামে এসেছে পরিবর্তন, যা স্বস্তি এনে দিয়েছে ক্রেতাদের মাঝে।

শুক্রবার (২০ জুন) রাজধানীর কারওয়ান বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সবজির বাজারে গিয়ে দেখা যায়, টমেটো প্রতি কেজি ২৫ থেকে ৩০ টাকা, আলু প্রতি কেজি ২৫ টাকা বেগুন ৪০ টাকা, লেবু প্রতি ডজন ১৫ থেকে ১৮ টাকা, পটল ৪০ টাকা, শসা ৪০ টাকা, করলা প্রতি কেজি ৩০ টাকা, ভেন্টি প্রতি কেজি ২০ থেকে ৩০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।

ক্রেতারা জানিয়েছেন, গত সপ্তাহের তুলনায় আজকের দাম অনেকটাই কম। তাই কিছুটা স্বস্তি পাচ্ছি।

বিক্রেতারা জানান, বাজারে এখন পর্যাপ্ত সরবরাহ থাকলেও ক্রেতার সংখ্যা কম।

তাদের ভাষ্য, গত বৃহস্পতিবার রাতের তুলনায় আজকে সবজি কম দামে বিক্রি করতে হচ্ছে, কিন্তু বেচাবিক্রি আগের চেয়েও খারাপ।

সবজির পাশাপাশি মুরগির দামেও স্বস্তি মিলছে
এদিকে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৫০ থেকে ১৫৫ টাকা এবং সোনালী মুরগি প্রতি কেজি ২৪০ থেকে ২৫০ টাকা করে বিক্রি হচ্ছে।

লাল ডিম ডজন ১২৫, সাদা ডিম ১১৫, হাসের ডিম প্রতি পিস ১৫ টাকা করে বিক্রি হতে দেখা গেছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *