জামিনে কারামুক্ত, ফের জেল গেইটে আটক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা

Spread the love

ময়মনসিংহ প্রতিনিধি।

জামিনে কারামুক্ত হয়ে ফের জেল গেইট থেকে আটক হয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের সভাপতি নওশেল আহমেদ অনি (৩৫)। রাষ্ট্রবিরোধী এবং আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড ঠেকাতে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ কারাগারের সামনে থেকে এই ছাত্রলীগ নেতাকে আটক করা হয়।

তার বিরুদ্ধে ডিসি বাংলো ভাঙচুর, শহীদ সাগর হত‍্যা মামলা, বিএনপি অফিস এবং দলটির নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের বাসা ভাঙচুরের মামলা রয়েছে। এর মধ‍্যে ৩টি মামলায় নিম্ন আদালত এবং সর্বশেষ গত ২৫ মে উচ্চ আদালত থেকে অপর মামলায় জামিন লাভ করে।

অনির বড় ভাই নওফেল আহমেদ অমি বলেন, সব মামলায় জামিন লাভের পর কারা ফটক থেকে অনিকে আটক করেছে পুলিশ। বর্তমানে তাকে কোতোয়ালি মডেল থানা হেফাজতে রাখা হয়েছে।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, রাষ্ট্রবিরোধী এবং আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড ঠেকাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে। এনিয়ে আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন।

এর আগে গত বছরের ২৯ সেপ্টেম্বর পলাতক থাকা অবস্থায় ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে ছাত্রলীগ নেতা অনিকে গ্রেফতার করে র‍্যাব সদস্যররা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *