ইসরায়েলের হামলায় হতাহতের সংখ্যা জানাল ইরান

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক।

গত ১৩ জুন সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় ইরানে অন্তত ৪৩০ জন নিহত হয়েছেন। শনিবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নূর নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৩ জুন সংঘাতের শুরুর পর ইসরায়েল বাহিনীর হামলায় এখন পর্যন্ত ৪৩০ জন নিহত হয়েছেন। এছাড়া ইসরায়েলের হামলায় আহত হয়েছেন আরও কমপক্ষে সাড়ে ৩ হাজার মানুষ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর কয়েক দিনের মধ্যে এবারই প্রথম ইরানের সরকার আনুষ্ঠানিকভাবে হতাহতের পরিসংখ্যান প্রকাশ করল।

এর আগে, রোববার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছিল, ইসরায়েল বাহিনীর হামলায় ইরানে অন্তত ২২৪ জনের প্রাণহানি ঘটেছে। যদিও শুক্রবার হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ অ্যাজেন্সির প্রতিবেদনে ইরানে ইসরায়েলের হামলায় প্রাণহানির সংখ্যা ৬৫৭ জনে পৌঁছেছে বলে জানানো হয়।

এদিকে, ইরানের অভিজাত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার দেশটির খোররামাবাদ শহরে ইসরায়েরের হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নূর নিউজ বলছে, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর ১৫ কর্মকর্তা ও সৈন্য নিহত হয়েছেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *