ইরানের কুদস ফোর্সের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) কোম শহরের একটি অ্যাপার্টমেন্টে হামলা চালিয়ে সাঈদ ইজাদি নামে ইরানের কুদস ফোর্সের এক শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি করেছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তজ এ তথ্য জানিয়েছেন।

শনিবার (২১ জুন) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ইসরায়েললের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইরানের কুমে হামলার লক্ষ্য ছিল মুহাম্মদ সাঈদ ইয়াজিদি, যিনি ইসলামিক রেভুলিউশনারি গার্ড কোরের (আইআরজিসি) কুদস ফোর্সের বিদেশি শাখার কমান্ডার ছিলেন।

ইসরায়েল কার্তজ বলেন, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালানোর আগে হামাসকে অর্থ ও অস্ত্র সরবরাহের দায়িত্বে ছিলেন সাঈদ ইজাদি। তিনি এক বিবৃতিতে বলেন, এটা ইসরায়েরের গোয়েন্দা সংস্থা ও বিমান বাহিনীর একটি বড় অর্জন। এর মাধ্যমে নিহত ও জিম্মিদের ন্যায়বিচার দেওয়া সম্ভব হয়েছে।

প্রসঙ্গত, ইজাদি ছিলেন ইরানের প্রভাবশালী কুদস ফোর্সের সদস্য। এই ফোর্স ইরানের ইসলামিক রেভ্যুলশনারি গার্ডস কোর বাহিনীর একটি শাখা, যেটি বিদেশে অভিযান পরিচালনা করে, বিশেষ করে ইরানের মিত্রদের সহায়তা দেয়। তবে এখনও ইরানের কোনো বাহিনী আনুষ্ঠানিকভাবে ইজাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি।

কুদস বাহিনী ১৯৮২ সালে লেবাননে হিজবুল্লাহ গঠনের মধ্য দিয়ে আঞ্চলিক প্রতিরোধের একটি নেটওয়ার্ক গড়ে তোলে এবং পরবর্তীতে হামাসসহ বিভিন্ন গোষ্ঠীকে সমর্থন দেয়। তবে সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলের ধারাবাহিক হামলায় এই ফোর্স বড় ধরনের ধাক্কা খেয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *