
আন্তর্জাতিক ডেস্ক।
যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জোহরান মামদানির ওপরই আস্থা রাখছে ডেমোক্রেটিক পার্টি। তার প্রতিদ্বন্দ্বি অ্যান্ড্রু কুমোকে পরাজিত করে মেয়র পদের জন্য এগিয়ে গেলেন ৩৩ বছর বয়সি মামদানি।
আগামী ৪ নভেম্বর মেয়র নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জোহরান মামদানি লড়বেন রিপাবলিকান প্রার্থী কুর্তিস স্লিউয়ার বিরুদ্ধে। মেয়র নির্বাচনে জিতে গেলে জোহরান মামদানি হবে নিউইয়র্কের প্রথম মেয়র যিনি মুসলমান। সংবাদ মাধ্যমগুলোর দাবি, জনপ্রিয়তার দৌড়ে বেশ এগিয়ে আছেন মামদানি। সব কিছু ঠিক ঠাক থাকলে তিনিই হতে যাচ্ছেন প্রথম মুসলিম মেয়র।
জোহরান মামদানির সাথে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। তাঁর মা বিখ্যাত চলচ্চিত্র পরিচালক মীরা নায়ার। তাঁর বাবা মাহমুদ মামদানি। তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও নামকরা লেখক।
মঙ্গলবার ডেমোক্রেটিক প্রার্থী নির্বাচনে ভোটাভুটি হয়। যেখানে দলটির নিবন্ধন করা সমর্থকরা ভোট দেন। ৪৩ শতাংশেরও বেশি ভোট পড়েছে মামদানির পক্ষে। দ্বিতীয় অবস্থানে থাকা কুমো পেয়েছেন ৩৬ শতাংশ ভোট। আল জাজিরা এ তথ্য দিয়েছে।
মামদানি মনে করেন নিউইয়র্কে জীবনধারণের খরচ অনেক বেশি। মেয়র হলে সে খরচ কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। অন্তত ডেমোক্রেটরা এখন পর্যন্ত আস্থা রাখছেন তাঁর ওপরই।
ভোটের পর মামদানি বলেন, ‘আমরা ইতিহাস গড়েছি। আমি নিউ ইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্রেটিক প্রার্থী।’ তিনি ২০২০ সালে কুইন্সের একটি জেলার প্রতিনিধিত্ব করে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে জয়ী হন।
২০১৪ সালে বাউডিন কলেজ থেকে আফ্রিকানা স্টাডিজ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন মামদানি। তাঁর মতে, ইসরায়েল গণহত্যা চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনে। তিনি কলেজে পড়ার সময়েই ‘জাস্টিস ফর প্যালেস্টাইন’ গঠন করেন।