
আন্তর্জাতিক ডেস্ক।
তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা আছে। তাই টানা ১২ দিনের যুদ্ধে ইসরায়েলের কতটুকু ক্ষতি হলো তা জানা সম্ভব হয়নি। তবে ইসরায়েলের ক্ষতিগ্রস্ত বাসিন্দারা বসে নেই। এরই মধ্যে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে ক্ষতিপূরণ দাবি করেছে তারা।
তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে। জানা যায়, এখন পর্যন্ত ক্ষতিপূরণ দাবি করা প্রায় ৩৯ হাজার আবেদন জমা পড়েছে সরকারের কাছে।
ক্ষতিগ্রস্তদের জন্য একটি তহবিল গঠন করেছে ইসরায়েলের সরকার। সেই তহবিলের জন্য আবেদন করছেন ক্ষতিগ্রস্তরা।
দেশটির গণমাধ্যমের বরাত দিয়ে খবরে বলা হয়, ৩০ হাজারের বেশি আবেদন পড়েছে ভবন ক্ষয়ক্ষতির। যানবাহন ক্ষতির জন্য তিন হাজার এবং অন্যান্য জিনিসপত্রের জন্য চার হাজারের বেশি আবেদন পড়েছে।
তবে ধারণা করা হচ্ছে, ভবন আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সব ক্ষতিগ্রস্তরা এখনও আবেদন করতে পারেন নি।
তেল আবিবে জমা পড়েছে ২৪ হাজারের বেশি আবেদন। দক্ষিণ ইসরায়েলে জমা পড়েছে ১০ হাজারের বেশি আবেদন। তবে প্রত্যাশিত ক্ষতিপূরণের আর্থিক পরিমাণের বিস্তারিত হিসাব জানা যায়নি।
গত ১৩ জুন ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা করে ইসরায়েল। এরপর ইসরায়েল ভূখণ্ডে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায় ইরান। তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রও সংঘাতে যোগ দেয়।
তবে সংঘাতের ১২ দিনের মাথায় দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে মধ্যস্থতা করেন। পরে তিনিই যুদ্ধবিরতির ঘোষণা দেন।