
মেহেরপুর, করেসপন্ডেন্ট।
মেহেরপুরের গাংনীতে ককটেল ফাটিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বুধবার (২৫ জুন) রাত সাড়ে ৯ টার দিকে গাংনী-ধানখোলা সড়কের বিল্লাল নাসারির মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।
ভুক্তোভোগী ও পথচারীরা জানায়, বিভিন্ন পেশার মানুষ বাজার থেকে বাড়ি ফেরার পথে গাংনী থেকে ধানখোলা গ্রামের সড়কের বিল্লাল নার্সারীর সামনে ১০ থেকে ১৫ জন অজ্ঞাত ব্যক্তিরা ৩ টি ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে।
এসময় মোটরসাইকেল আটকিয়ে গাংনী শহরের কাঁচা বাজারের আব্দুর রশিদের ছেলে আরিফুল ইসলা (২৪) এর কাছ থেকে নগদ ৭ হাজার টাকা, ১টি মোবাইল ফোন, উপজেলার কাষ্টদহ গ্রামের শিশিরের কাছ থেকে ১৫০০ টাকা, ধানখোলা গ্রামের মাঝের পাড়ার মুসা আলীর ছেলে বিপ্লবের নিকট থেকে ২০০০ টাকা এবং ১টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
এছাড়াও পর্যায়ক্রমে ১০/১২ জন অজ্ঞাত ব্যক্তির নিকট থেকে আনুমানিক ৩০ থেকে ৩৫ হাজার টাকা এবং ৮টি মোবাইল ছিনিয়ে নেয়। ছিনতাই শেষে তার তিনটি ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি খতিয়ে দেখে তদন্ত করে অপরাধী শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।