যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ২ দমকলকর্মী নিহত

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক।

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় রাজ্য আইডাহোর পাহাড়ি অঞ্চলে আগুন নেভানোর সময় দুই দমকলকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও কয়েকজন।

সোমবার (৩০ জুন) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

কোতেনাই কান্ট্রি শেরিফ অফিস রবার্ট নরিস জানিয়েছেন, একজন বন্দুকধারী কোউর ডিঅ্যালেন শহরের কাছে উচ্চ ক্ষমতাসম্পন্ন রাইফেল ব্যবহার করে আইন প্রয়োগকারী সদস্যদের ওপর গুলি চালায়।

শেরিফ নরিস বলেন, যখন আমরা কথা বলছিলাম তখন স্নাইপার গুলি চালায়। কর্মকর্তারাও একাধিক স্থান থেকে গুলি আসার খবর জানায়। পরে স্থানীয় বাসিন্দাদের ওই এলাকা এড়িয়ে চলতে বলা হয়।

এফবিআইয়ের ডেপুটি ডিরেক্টর ড্যান বঙ্গিনো বলেন, তাদের সদস্যরা কৌশলগত এবং প্রতিরোধমূলক সহায়তা দিচ্ছে। গভর্নর ব্রাড লিটল বলেন, বন্দুকধারীর গুলিতে একাধিক ফায়ারফাইটার কর্মী আহত হয়েছেন।

আইডাহোর গভর্নর ব্র্যাড লিটল এই হামলাকে অগ্নিনির্বাপক কর্মীদের ওপর ‘জঘন্য প্রত্যক্ষ আক্রমণ’ বলে অভিহিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি বলেন, ‘উত্তর আইডাহোতে আগুন নেভানোর সময় আজ একাধিক বীর অগ্নিনির্বাপক কর্মীর ওপর আক্রমণ করা হয়েছে। এটি আমাদের সাহসী অগ্নিনির্বাপক কর্মীদের ওপর একটি জঘন্য প্রত্যক্ষ আক্রমণ। আমি সব আইডাহোবাসীকে তাদের এবং তাদের পরিবারের জন্য প্রার্থনা করার জন্য অনুরোধ করছি।’

রোববার (২৯ জুন) শেরিফ নরিস সংবাদ সম্মেলনেবলেন, আমরা জানি না ঘটনাস্থলে একজন, দুজন, তিনজন নাকি চারজন বন্দুকধারী রয়েছে। কারণ ঘটনাস্থল কেন্দ্রীয় কোউর ডিঅ্যালেন থেকে সাড়ে ছয় কিলোমিটার উত্তরে অবস্থিত। আমরা ধারণা করছি অন্তত দুজন ফায়ারফাইটার কর্মী নিহত হয়েছে।

নরিস বলেন, রোববার স্থানীয় সময় দুপুর ১টা ২২ মিনিটের দিকে বনে আগুন লাগার খবর আসে। এরপর দুপুর ২টার দিকে ফায়ারফাইটারদের ওপর গুলির খবর আসে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *