নিজ দেশে দ্রুত আস্থা হারাচ্ছেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক।

নিজ দেশের মানুষের ওপর থেকে দ্রুত আস্থা হারাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক জরিপে দেখা গেছে তাঁর ওপর মাত্র ৪০ শতাংশ মানুষের আস্থা আছে।

ইসরায়েলের বাসিন্দারা নেতানিয়াহুর চেয়ে বেশি আস্থা রাখছে দেশটি সশস্ত্র বাহিনীর প্রধান আইয়াল জমিরের ওপর।

আল জাজিরা জানিয়েছে, সম্প্রতি জরিপটি করেছে ইসরায়েলের প্রতিষ্ঠান ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউট। ইরানের সাথে সাম্প্রতিক যুদ্ধের শেষ দিকে ওই জরিপ করা হয়। গত ১৩ জুন ইরানের ওপর একতরফা হামলা চালায় ইসরায়েল। যার প্রেক্ষিতে ইরানও পাল্টা হামলা চালায়। হামলায় তেল আবিবসহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এদিকে গাজায় ২০২৩ সাল থেকে নির্বিচারে হামলা ও হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী। সবকিছুই ঘটছে নেতানিয়াহুর নির্দেশে। পৃথিবীজুড়েই তিনি সমালোচিত হচ্ছেন। ‍

জরিপে অংশগ্রহণকারীদের ৬৮ দশমিক ৫ শতাংশ আস্থা রেখেছেন সেনাপ্রধান আইয়াল জমিরের ওপর। এরপরই আছেন মোসাদের পরিচালক ডেভিড বার্নেয়া। তাঁর ওপর ৬৭ শতাংশ মানুষের আস্থা।

আস্থা হারানোর তালিকায় শীর্ষে আছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। মাত্র ৩৫ শতাংশ মানুষ তাঁর ওপর আস্থা রাখছেন।

সম্প্রতি দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট মন্তব্য করেছেন, বেনিয়ামিন নেতানিয়াহুকে পদত্যাগ করতে হবে।

সাবেক প্রধানমন্ত্রী বেনেট বলেন, ‘নেতানিয়াহু ২০ বছর ধরে ক্ষমতায় আছেন যা অনেক বেশি সময়।’ তিনি বলেন, ‘এ দেশের সমাজে যে বিভাজন তৈরি হয়েছে, তার জন্য নেতানিয়াহুর ওপর বড় ধরনের দায় বর্তায়।’

তিনি আরো জানান, নেতানিয়াহুর শক্তিশালী সমর্থক রয়েছে ঠিকই, তবে একইসঙ্গে রয়েছে তীব্র বিরোধিতাও। গাজা যুদ্ধ শুরুর পর, ২০২৩ সালের অক্টোবর থেকে তার নেতৃত্ব নিয়ে যেভাবে প্রশ্ন উঠেছে, তাতে অনেকেই তাঁর পদত্যাগ দাবি করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *