তিন আসনে লড়বেন তারেক রহমান

Spread the love

স্টাফ করেসপন্ডেন্ট।

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিন আসনে নির্বাচন করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলটির নানা পর্যায়ের ব্যক্তির সাথে যোগাযোগ করে এই তথ্য জানা গেছে। তবে কোন তিনটি আসনে লড়বেন তা এখনো নিশ্চিত নয়।

এছাড়া, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একটি আসনে নির্বাচন করার সম্ভাবনা রয়েছে। শুধু তাই-ই নয় সিলেট-১ আসন থেকে এবার ধানের শীষ প্রতীকে দেখা যেতে পারে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানকে। তিনি ইতোমধ্যে দেশে ফিরে তার ভোটার তথ্য হালনাগাদ করেছেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল এখনো ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তবে প্রধান উপদেষ্টার ভাষ্যমতে, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে হতে পারে এবারের জাতীয় সংসদ নির্বাচন।

জুলাই গণঅভ্যুত্থানের এক বছর হয়ে গেলেও এখনো দেশে ফেরেননি তারেক রহমান। ২০০৮ সালের পর থেকে প্রায় ১৭ বছর যাবত দেশের বাইরেই অবস্থান করছেন তিনি। গুঞ্জন রয়েছে নিরাপত্তাজনিক কারণেই তিনি এখনো দেশে ফিরছেন না।

জানা গেছে, নিরাপত্তাসহ তারেক রহমানের দেশে ফেরার সাথে সংশ্লিষ্ট নানা বিষয়ে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রক্ষা করছে বিএনপি।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জানিয়েছে, ‘তারেক রহমান কবে দেশে ফিরবেন সেই সিদ্ধান্ত তিনিই নেবেন। এটা আগে থেকে বলা কঠিন। তবে তার প্রত্যাবর্তন দেশের জন্য একটি সারপ্রাইজ হয়ে থাকবে। দেখা যাবে হঠাৎ একদিন ঘোষণা আসবে যে, তারেক রহমান আগামীকাল দেশে ফিরবেন।’


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *