
হবিগঞ্জ, করেসপন্ডেন্ট।
হবিগঞ্জ জেলা শহরের কিবরিয়া ব্রিজ এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের বহিষ্কৃত নেতা এনামুল হক সাকিবকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। রোববার (৬ জুলাই) রাত ৯টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এর আগে, গত ৯ মে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে হবিগঞ্জ শহরের পুরাতন হাসপাতাল সংলগ্ন নার্সিং ইনস্টিটিউটের সামনে ছাত্রনেতা আহমদ রেজা হাসান মাহদী ও তার সঙ্গীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে মাহদীসহ চারজন গুরুতর আহত হন। এ ঘটনার তিনদিন পর, ১১ মে হবিগঞ্জ সদর মডেল থানায় এনামুল হক সাকিবকে প্রধান আসামি করে মামলা করেন মাহদী।
মামলার পর থেকেই সাকিব পলাতক ছিলেন। ইতোমধ্যে তার দুই সহযোগী—নুর আলম চৌধুরী ও রেজাউল হাসান রাজুকে গ্রেপ্তার করে হবিগঞ্জ সদর থানা পুলিশ।
উল্লেখ্য, সহিংসতা, শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড এবং মামলার ব্যবসায় জড়িত থাকার অভিযোগে গত ৬ মে এনামুল হক সাকিবকে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের হবিগঞ্জ জেলা শাখা থেকে বহিষ্কার করা হয়। সংগঠনের আহ্বায়ক আরিফ তালুকদার ও সদস্যসচিব মাহদীর যৌথ সিদ্ধান্তে এ বহিষ্কার কার্যকর করা হয়। বিষয়টি জেলা মুখপাত্র রাশেদা বেগম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম সাহাবুদ্দিন শাহীন বলেন, “গ্রেপ্তারকৃত এনামুল হক সাকিব বর্তমানে থানায় রয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে কারাগারে পাঠানো হবে।”