
লালমনিরহাট, করেসপন্ডেন্ট।
ফ্যাসিবাদী শাসনের অবসান, দ্রুত বিচার এবং প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কারের দাবিতে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর দেশব্যাপী ৩৬ দিনের গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে রবিবার লালমনিরহাটে দিনব্যাপী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ১১টায় লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন নাগরিক, তাঁদের স্বজন এবং হাসপাতাল কর্মীদের মধ্যে লিফলেট বিতরণের মাধ্যমে কর্মসূচির শুরু হয়। এরপর মিশন মোড় ও রেলস্টেশন এলাকায় পথচারী, দোকানি ও শ্রমজীবী মানুষের সঙ্গে চলমান আন্দোলন এবং সংগঠনের লক্ষ্য নিয়ে আলোচনা করেন নেতৃবৃন্দ।
গণসংযোগে আপ বাংলাদেশের প্রধান সংগঠক নাঈম আহমাদ, কেন্দ্রীয় সদস্য আবরার হামিম, তৌসিফ মাহমুদ সোহান, মাসুদ রানা এবং লালমনিরহাট জেলা কমিউনিকেশন টিমের সদস্য ইঞ্জিনিয়ার আশিকুল ইসলাম উপস্থিত ছিলেন। স্থানীয় প্রতিনিধি হিসেবে ডা. সাখাওয়াত হোসেন, রমজান আলী, হাসিবুজ্জামান লোহিতসহ অনেকে অংশ নেন।
সংগঠনটির লালমনিরহাট জেলা কমিউনিকেশন টিমের সদস্য ইঞ্জিনিয়ার আশিকুল ইসলাম বলেন, আপ বাংলাদেশ একটি ইনক্লুসিভ প্ল্যাটফর্ম, যেখানে কোনো বিভাজনের রাজনীতি বা দলীয় ট্যাগিং নেই। তাঁরা বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ও সামাজিক চুক্তির পুনর্বহালের মাধ্যমে একটি বৈষম্যহীন, অংশগ্রহণমূলক ও সমৃদ্ধ বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছেন।
নেতৃবৃন্দ ফ্যাসিস্ট শাসন ও দলকানা রাজনীতির পরিবর্তে জনগণনির্ভর, ন্যায়ভিত্তিক ও স্বপ্নমুখী রাজনীতি চান বলে জানান। তাঁরা বলেন, তরুণদের সাহস ও প্রবীণদের অভিজ্ঞতার সমন্বয়ে আপ বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে।
উল্লেখ্য, আগামী ৩৬ দিনব্যাপী আপ বাংলাদেশের দেশব্যাপী গণসংযোগ কর্মসূচি চলবে। এর আওতায় দেশের প্রতিটি জেলা ও গুরুত্বপূর্ণ থানায় সরাসরি উপস্থিত থেকে কর্মসূচি পরিচালনা করবেন সংগঠনের নেতৃবৃন্দ।