আমবাড়ীয়া ইউনিয়নে শিক্ষা প্রতিষ্ঠানে খেলার সামগ্রী বিতরণ

Spread the love

মিরপুর, কুষ্টিয়া করেসপন্ডেন্ট ।

কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া ক্লাবের মাঝে খেলার সামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব নাজমুল ইসলাম। মঙ্গলবার (তারিখ দিন) দুপুর ১২টার দিকে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এ বিতরণ অনুষ্ঠানে ভেদামারি পাচবাড়ীয়া সিদ্দিকিয়া আলিম মাদ্রাসা ও হালসা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোহাম্মদ বকুল আলী, হালসা আদর্শ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেলাল উদ্দিন, হালসা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনারুল ইসলাম, হালসা নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, হালসা কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক মোহাম্মদ রহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন আমবাড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ লিটন আহমেদ, ১২ নম্বর আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের সচিব মো. জাহাঙ্গীর আলম মিল্টন, বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কিন্ডার গার্টেনের সম্মানিত শিক্ষকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ফুটবল ও ক্রিকেটপ্রেমী ক্রীড়াবিদরা।

ইউএনও নাজমুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা অত্যন্ত জরুরি। আমাদের সন্তানদের সুস্থভাবে গড়ে তুলতে হলে শিক্ষার পাশাপাশি ক্রীড়া চর্চাকে উৎসাহিত করতে হবে।”

খেলার সামগ্রী হিসেবে ফুটবল, ক্রিকেট সেট, ব্যাট, স্ট্যাম্প, বলসহ বিভিন্ন খেলাধুলার উপকরণ বিতরণ করা হয়। ইউএনও’র এ মহতী উদ্যোগে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনসাধারণের মাঝে ব্যাপক উৎসাহ ও প্রশংসা লক্ষ্য করা যায়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *