রাজশাহীতে ৩ যুবক কে অপহরণ

Spread the love

রাজশাহী করেসপন্ডেন্ট।

রাজশাহী আদালতে মামলা করে বাড়ি ফেরার পথে ৩ যুবককে অপহরণ করে মারধর ও মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১টার দিকে রাজশাহী জজকোর্ট চত্বরের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

পরে রাজপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে অপহৃত তিনজনকে উদ্ধার করে। এ ঘটনায় বিকেলে অপহৃতদের একজন বাগমারা উপজেলার পিরলী সেনপাড়া গ্রামের মোসলেম আলীর ছেলে আব্দুল মজিদ বাদী হয়ে রাজপাড়া থানায় মামলা করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, বাগমারা উপজেলার পিরলী সেনপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে সাজেদুর রহমানের নামে পরিচালিত ‘গোল্ডেন লাইফ ইনসুরেন্স লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানে এলাকার শতাধিক মানুষ ডিপিএস জমা রাখেন। গত ২০ জুন আব্দুল মজিদ তার জমানো টাকা চাইলে সাজেদুর তা দিতে অস্বীকার করেন।

এরপর প্রতারণার অভিযোগে মঙ্গলবার সকালে আব্দুল মজিদ আদালতে মামলা করতে যান। তার সঙ্গে সাক্ষী হিসেবে ছিলেন একই গ্রামের শহিদ মণ্ডল (৪৫), মধ্য ঝিনা গ্রামের আমির হোসেন (৫০) ও সোহাগ। মামলা শেষে আদালত চত্বর থেকে বের হলে সাজেদুর রহমানের নেতৃত্বে সাইফুল ইসলাম, মোজাফ্ফর রহমান, মাহবুর ইসলাম, ছাদিকুর রহমানসহ ৮–১০ জন তাদের পথরোধ করে মারধর ও অপহরণ করে।

অভিযোগে বলা হয়, ঘটনার সময় সোহাগ পালিয়ে গিয়ে ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানালে রাজপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে কাজিহাটা এলাকা থেকে তিনজনকে উদ্ধার করে। এর আগে অপহরণকারীরা তাদের কাছে থাকা ২ হাজার ৫০০ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং শহিদের ফোন থেকে পরিবারের কাছে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।

উদ্ধারের পর আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তারা রাজপাড়া থানায় অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, “৯৯৯ নম্বরে ফোন পাওয়ার পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার করেছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”এ বিষয়ে আরও অধিক তদন্ত চলছে ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *