পাহাড়ধসে ৫ দিন ধরে মিরসরাই-ফটিকছড়ি সড়কে যোগাযোগ বন্ধ

Spread the love

চট্টগ্রাম,করেসপন্ডেন্ট।

চট্টগ্রামের মিরসরাই-ফটিকছড়ি আঞ্চলিক সড়কে পাহাড়ধসের ঘটনায় টানা পাঁচদিন ধরে যান চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ওই সড়ক ব্যবহারকারী সাধারণ মানুষ, খামারি, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে মিরসরাই উপজেলার ঝরঝরি মাজারসংলগ্ন এলাকায় পাহাড়ধসের ঘটনায় সড়কের ওপর বিপুল পরিমাণ মাটি জমে যায়। এরপর থেকেই সড়কটি বন্ধ রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, সড়কটির ধস নামা অংশে এখনো মাটি সরানোর কোনো কার্যক্রম শুরু হয়নি। তবে মাঝে মধ্যে জরুরি প্রয়োজনে কিছু সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল মাটি ঠেলে পার হচ্ছে। যাত্রীদের সড়কের ওই অংশে নেমে হেঁটে বা ঠেলে গাড়ি পার হতে হচ্ছে।

স্থানীয় লেবু চাষি আলাউদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, পাঁচদিন হয়ে গেলেও সড়ক ও জনপদ (সওজ) বিভাগের কাউকে দেখা যায়নি। আমরা এমন একটা দেশের নাগরিক, যেখানে মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই। অন্য কোনো দেশে হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হতো।

এ বিষয়ে সীতাকুণ্ড-ফটিকছড়ি সড়ক ও জনপদ বিভাগের (অতিরিক্ত) উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ ফারহান বার্তা২৪.কমকে বলেন, কয়েকদিনের বৃষ্টির কারণে কাজ শুরু করা যায়নি। আজ রাতে এস্কেভেটর পাঠানো হবে, আগামীকাল (রোববার) সকাল নাগাদ সড়ক থেকে মাটি সরানোর কাজ শুরু হবে।

এদিকে, দ্রুত সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও সড়ক ব্যবহারকারীরা। তাদের অভিযোগ, দীর্ঘসূত্রিতার কারণে দুর্ভোগ শুধু বাড়ছেই।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *