দেশ এখনো পুরোপুরি ফ্যাসিবাদমুক্ত হয়নি: ফরিদা আখতার

Spread the love

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ফ্যাসিবাদের পতন ঘটলেও দেশ এখনো পুরোপুরি ফ্যাসিবাদমুক্ত হয়নি। তরুণদের সক্রিয় অংশগ্রহণ ও আত্মত্যাগেই দেশ আজ একটি নতুন ধারার পথে এগোচ্ছে।

শনিবার (১২ জুলাই) চন্দনাইশ উপজেলার স্বপ্নবিলাস বিদ্যানিকেতনের আয়োজনে ‘নবচিন্তা: তরুণদের দক্ষতা উন্নয়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ৫ আগস্ট ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে শিশুসহ অনেক তরুণ প্রাণ হারিয়েছে। হাসপাতালে মৃত্যুপথযাত্রীদের করুণ চিত্র এখনও চোখে ভাসে। অনেকেই হাত-পা হারিয়েছেন, কেউ সেদিনের গুলিতে প্রাণ হারিয়েছেন। এটি তরুণদের দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত।

উপদেষ্টা ফরিদা আখতার তরুণদের ভবিষ্যতেও রাজপথে সক্রিয় থেকে অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে সোচ্চার থাকার আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশকে একটি মানবিক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চন্দনাইশ উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এই সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন। যৌথভাবে সঞ্চালনা করেন স্বপ্নবিলাস বিদ্যানিকেতনের এহসান উদ্দিন সৌরভ ও রিদুয়ান হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার, চন্দনাইশ সমিতি-চট্টগ্রামের উপদেষ্টা ও জামায়াত নেতা ডা. শাহাদাত হোসেন, এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দীন চৌধুরী, চন্দনাইশ সমিতি চট্টগ্রামের মাকসুদুর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ হাশেম রাজু, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক হাসান আলী এবং টিকে গ্রুপের ডিরেক্টর মোফাচ্ছেল হক।

সেমিনার শেষে বিকেলে উপজেলা অডিটোরিয়ামে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা দপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় খামারিদের সঙ্গে এক মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *