পিআর পদ্ধতির পক্ষে আমাদের অবস্থান শুরু থেকেই পরিষ্কার ছিল: নুর

Spread the love

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম।

আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির পক্ষে গণ অধিকার পরিষদের অবস্থান শুরু থেকেই পরিষ্কার ছিল উল্লেখ করে দলটির সভাপতি নুরুল হক নুর বলেছেন, দলের ঘোষণার দিন থেকেই তারা এই নির্বাচনি ব্যবস্থার পক্ষে অবস্থান নিয়ে আসছেন।

রোববার (১৩ জুলাই) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই স্মৃতি হলে ‘গণ-অভ্যুত্থানের জন–আকাঙ্ক্ষা ও রাষ্ট্র সংস্কার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভার আয়োজন করে গণ অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগর শাখা।

নুরুল হক আরও বলেন, আওয়ামী লীগ আমল থেকে বিএনপি-জামায়াতসহ সরকারবিরোধী দলগুলো ঐক্যবদ্ধভাবে আন্দোলন–সংগ্রাম করেছি। আমাদের লক্ষ্য ছিল এক, ফ্যাসিবাদের পতন। ফ্যাসিবাদের পতনের পর আমরা আমাদের যার যার রাজনৈতিক লক্ষ্য-আদর্শ বাস্তবায়নে কাজ করছি। আমরা তো বলিনি, আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করব।

তিনি বলেন, হয়তো আমাদের অনেক বক্তব্য বিএনপির পক্ষে গেছে, জামায়াতের পক্ষে গেছে, চরমোনাইয়ের পক্ষে গেছে। সে ক্ষেত্রে অনেকে হয়তো মনে করেছেন, আমাদের সঙ্গে বোধ হয় বিএনপির জোট হয়েছে, সমঝোতা হয়েছে। ইসলামী আন্দোলন আর জামায়াতের অনুষ্ঠানে বক্তব্য দিলে মনে করেন তাঁদের সঙ্গে জোট হয়ে গেছে।

আনুপাতিক হারে নির্বাচন প্রসঙ্গে নুর বলেন, ‘আনুপাতিক হারে নির্বাচনের বিষয়ে আমরা মতামত দিয়েছিলাম। অনেকে বলছে, এটা রাজনৈতিক জটিলতা তৈরির জন্য কিংবা নির্বাচন পেছানোর জন্য। তাঁদের স্মরণ করিয়ে দিতে চাই, আমাদের এই অবস্থান ছিল দলের ঘোষণার সময় থেকে। সে সময় থেকে বলেছিলাম, গণপ্রতিনিধিত্বশীল সংসদের জন্য আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ও আনুপাতিক হারে নির্বাচন চাই।’

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *