
ময়মনসিংহ, করেসপন্ডেন্ট।
ময়মনসিংহের ভালুকায় দুই শিশু সন্তানসহ মাকে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে।
সোমবার (১৪ জুলাই) ভালুকা পৌরশহরের টিএনটি রোডে এ ঘটনা ঘটে।
ভালুকা মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) দুলাল চন্দ্র কুণ্ড ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহতরা হলেন- নেত্রকোনা কেন্দুয়া উপজেলার সেনের বাজার এলাকার মো. রফিকুল ইসলামের স্ত্রী ময়না বেগম (২৫), মেয়ে রাইসা (৭) ও ছেলে নীরব (২)।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, ভালুকা পৌর সভার পনাশাইল রোডের হাইয়ুম মিয়ার বাসায় স্ত্রী সন্তান নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন নেত্রকোনা কেন্দোয়ার সেনের বাজার এলাকার মো. রফিকুল ইসলাম। তিনি ভালুকার একটি পোশাক কারখানায় কাজ করেন। আজ সোমবার সকালে তিনি কর্মস্থল থেকে ফিরে বাসার দরজা বন্ধ দেখতে পান। পরে, দীর্ঘ সময় ডাকাডাকি করেও সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে বিছানার ওপর স্ত্রীসহ দুই সন্তানকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ভালুকা মডেল থানা পুলিশ। ঘটনার পর থেকে একই বাসার পাশের কক্ষে বসবাসকারী রফিকুলের ভাই পলাতক রয়েছেন বলে জানা গেছে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন মাসহ দুই সন্তানকে গলাকেটে হত্যার ঘটনার তদন্ত চলছে।