
স্পেশাল করেসপন্ডেন্ট।
গোপালগঞ্জে দলীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে রাজধানী ঢাকার সব থানার সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৪টায় ঢাকা মহানগরের প্রতিটি থানার সামনে একযোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হবে িদলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
জানা যায়, এই কর্মসূচির মাধ্যমে তারা সরকার ও প্রশাসনের কাছে স্পষ্ট বার্তা পৌঁছে দিতে চায়—গোপালগঞ্জের ঘটনায় যারা জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
এদিকে এনসিপির পদযাত্রা ঘিরে গত বুধবার দিনভর রক্তক্ষয়ী সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার পর গোপালগঞ্জে ২২ ঘণ্টার কারফিউ চলছে। শহরজুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য।