
আন্তর্জাতিক ডেস্ক।
গাজায় অপুষ্টিতে আক্রান্ত হয়ে শিশুদের মৃত্যুর ঘটনা প্রতিনিয়ত বাড়ছে। গাজা শহরের একটি ৩৫ দিনের শিশু ও দেইর এল-বালাহতে চার মাস বয়সী এক শিশু আল-আকসা শহীদ হাসপাতালে অপুষ্টিতে মারা গেছে। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, প্রতি ঘণ্টায় অপুষ্টিতে ভোগা শিশু ভর্তি হচ্ছে। বাবা-মায়েরা বলছেন, তারা তাদের সন্তানদের জন্য খাবারের ব্যবস্থা করতে অক্ষম, অনেক শিশুকে কেবল পানি খাইয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন।
ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ সতর্ক করেছে যে, ইসরায়েল গাজায় পরিকল্পিতভাবে বেসামরিক নাগরিকদের, যাদের মধ্যে ১০ লাখ শিশুও রয়েছে, তাদের অনাহারে রাখছে। জিএইচএফ বিতরণ কেন্দ্রে খাদ্য নিতে আসা ক্ষুধার্তদের ওপর প্রতিদিন গুলি করছে দখলদার বাহিনী, গত মে মাসের শেষ থেকে প্রায় ৯০০ ত্রাণপ্রত্যাশীকে হত্যা করা হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৫৪ ত্রাণপ্রত্যাশীসহ কমপক্ষে ১৩০ জন নিহত এবং ৪৯৫ জন আহত হয়েছেন। গত ২১ মাসে দখলদার বাহিনীর হামলায় মোট ৫৮ হাজার ৮৯৫ জন নিহত ও ১ লাখ ৪০ হাজার ৯৮০ জন আহত হয়েছেন।
এদিকে, আল জাজিরা জানিয়েছে, আরও এক ইসরায়েলি সৈনিক আত্মহত্যা করেছেন, যা গত দুই সপ্তাহে চারজন সেনার আত্মহত্যার ঘটনা। নরওয়ের বাসিন্দা ও প্রশিক্ষণরত সৈনিক ড্যান ফিলিপসন দক্ষিণ ইসরায়েলের একটি প্রশিক্ষণ ঘাঁটিতে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে হাসপাতালে মারা যান। ইসরায়েলি গণমাধ্যমের মতে, বছরের শুরু থেকে ১৯ জন এবং গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর ২১ মাসে ৪২ জন সৈন্য আত্মহত্যা করেছেন।
পোপ লিও গাজা যুদ্ধের নামে চলমান ‘বর্বরতার’ অবসানের আহ্বান জানিয়েছেন। গত বৃহস্পতিবার গাজার একমাত্র ক্যাথলিক গির্জায় ইসরায়েলি হামলার পর গতকাল রোববার এক প্রার্থনা সভায় তিনি এই আহ্বান জানান। ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক গিডিয়ন লেভি সরকারকে গাজায় জাতিগত নির্মূলের পরিকল্পনার অভিযোগ করেছেন। অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী গাজার মধ্যাঞ্চলের একটি জনাকীর্ণ অংশ থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করেছে।
আনাদোলু এজেন্সি জানিয়েছে, ইসরায়েল কারবালার প্রান্তরের মতো কৌশল অবলম্বন করে গাজার পানি সরবরাহ ধ্বংস করে দিয়েছে। ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ৯ বছর বয়সী কারাম আল-ঘুসাইন এবং তার ১০ বছর বয়সী বোন লানা ওরফে লুলু পানি সংগ্রহের সময় নির্মমভাবে নিহত হয়েছে। যুক্তরাজ্যে নিষিদ্ধ ঘোষিত মানবাধিকার সংগঠন প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের ৫৫ জন সদস্যকে আটক করা হয়েছে।