
আন্তর্জাতিক ডেস্ক।
দক্ষিণ কোরিয়ায় টানা ভারী বর্ষণ ও ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় আরও তিনজনের মৃত্যুর খবর পাওয়ার পর এ সংখ্যা নিশ্চিত করে স্থানীয় সংবাদমাধ্যম ইয়োনহ্যাপ।
গত চারদিনের টানা বর্ষণে এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ১১ জন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জাতীয় অগ্নিনির্বাপন সংস্থার তথ্য অনুযায়ী, দক্ষিণাঞ্চলীয় সানচেয়ং কাউন্টিতেই ছয়জনের মৃত্যু ও সাতজন নিখোঁজের ঘটনা ঘটেছে।
অতিরিক্ত প্রাণহানির ঘটনা ঘটেছে গিয়ংগি প্রদেশের ওসান শহর এবং দক্ষিণ চুংচেয়ং প্রদেশের সিওসান ও ড্যাংজিনে। এ ছাড়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর গ্বাংজুতে নিখোঁজ রয়েছেন দুইজন।
সানচেয়ং এলাকায় এখনো উদ্ধার তৎপরতা চলছে। ইতোমধ্যে সেখান থেকে ৫৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে কর্তৃপক্ষ আশঙ্কা করছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
গত বুধবার থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে সানচেয়ংয়ে এখন পর্যন্ত ৭৯৩.৫ মিলিমিটার (৩১.২ ইঞ্চি) বৃষ্টি রেকর্ড করা হয়েছে। পার্শ্ববর্তী হাপচেয়ংয়ে ৬৯৯ মিলিমিটার (২৭.৫ ইঞ্চি) এবং হাদংয়ে ৬২১.৫ মিলিমিটার (২৪.৫ ইঞ্চি) বৃষ্টিপাত হয়েছে।
সরকারি হিসাবে, দেশজুড়ে অন্তত ১ হাজার ৯২০টি প্লাবন, ভূমিক্ষয় ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির ঘটনা রেকর্ড করা হয়েছে। এর বাইরে ২,২৩৪টি ব্যক্তিগত সম্পদের ক্ষতির ঘটনাও জানানো হয়েছে, যার মধ্যে ভবন ও কৃষিজমি উল্লেখযোগ্য।
বিপর্যয়ের কারণে এখন পর্যন্ত ১৪টি প্রধান শহর ও প্রদেশে ১২ হাজার ৯২১ জন মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি