আবু সাঈদ হত্যা মামলায় অভিযোগ গঠন শুনানি ২৮ জুলাই

Spread the love

অনলাইন ডেস্ক, জনতারকথা।

রংপুরে আবু সাঈদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে আগামী ২৮ জুলাই। মঙ্গলবার (২২ জুলাই) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যর বেঞ্চ এ দিন নির্ধারণ করেন।

এ ছাড়া পলাতক ২৪ আসামির পক্ষে ৪ জন স্টেট ডিফেন্স নিয়োগের আদেশ দেন।

শুনানিতে চিফ প্রসিকিউটর জানান, পলাতক আসামিদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও তাদের উপস্থিত করা সম্ভব হয়নি।

পরে ট্রাইব্যুনাল পলাতক প্রতি ৬ জনের পক্ষে একজন করে আইনজীবী নিয়োগ দেওয়ার নির্দেশ দেন। এ দিন গ্রেপ্তারে থাকা ৬ আসামি হাজির ছিলেন। বিচারকাজের শুরুতে উত্তরার মাইলস্টোন স্কুলের নিহত আহতদের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন ট্রাইব্যুনাল-২।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *