নতুন কোর্স চালু করলো রাজশাহী বিশ্ববিদ্যালয় 

Spread the love

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী , করেসপন্ডেন্ট ।
সাংবাদিকতায়  কৃত্রিম বুদ্ধিমত্তা, এই
নতুন কোর্স চালু করলো রাজশাহী বিশ্ববিদ্যালয় । রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১১টার সময় ১২৩নং কক্ষে নতুন এই কারিকুলাম নিয়ে পরিচিতিসভা অনুষ্ঠিত হয়। বিভাগের সভাপতি প্রফেসর ড. মোজাম্মেল হোসেন বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পরিচিতি সভায় মাস্টার্সের শিক্ষার্থীরা ছাড়াও কারিকুলাম কমিটির শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে বিভাগের সভাপতি প্রফেসর ড. মোজাম্মেল হোসেন বকুল শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে সেমিস্টার পদ্ধতিতে স্নাতকোত্তরের এই নতুন যাত্রার জন্য শুভকামনা জানান। পরে নতুন কারিকুলাম ও সেমিস্টার পদ্ধতি নিয়ে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন কারিকুলাম কমিটির আহ্বায়ক বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক মশিহুর রহমান। তিনি কোর্স রেজিস্ট্রেশন, ক্রেডিট বণ্টন, পরীক্ষা ও গ্রেডিং পদ্ধতি এবং গবেষণাপত্রের নিয়মকানুন সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেন।
এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের যুগোপযোগী করে গড়ে তুলতে এ বছর ‘এআই ইন জার্নালিজম’ (সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা) নামে নতুন একটি কোর্স যোগ করা হয়েছে। এই কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা সাংবাদিকতার সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান সমন্বয় সম্পর্কে আধুনিক ধারণা পাবেন।
তিনি আরও বলেন, এআই ছাড়াও মিডিয়ার ডিজিটাল ট্রান্সফরমেশন এবং ট্রান্সমিডিয়া স্টোরিটেলিংয়ের মতো বিষয়কেও কোর্স ডিজাইনের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে । এখান থেকেই ছাত্র ছাত্রীদের অনেক কিছুই জানবে ও শিখবে ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *