
স্পোর্টস ডেস্ক।
এএফসি অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্টের বাছাইপর্বে খেলছে বাংলাদেশ। আজ (মঙ্গলবার) গ্রুপের প্রথম ম্যাচে আফিদা খন্দকারের দল স্বাগতিক লাওসের মুখোমুখি হয়েছে। প্রথমার্ধে সাগরিকার একমাত্র গোলে এগিয়ে আছে বাংলাদেশ।
কিছুদিন আগে বাংলাদেশের দলটি সম্প্রতি সাফ অ-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল। সেই টুর্নামেন্টের ফাইনালে সাগরিকা একাই চার গোল করেছিলেন। সেই সাগরিকা দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে গোল করে চলছেন এশিয়ার বড় মঞ্চেও। আজ ম্যাচের ৩৬ মিনিটের সময় কর্নার থেকে উড়ে আসা বলে বক্সের মধ্যে লাফিয়ে হেড করেন। যা লাওস গোলরক্ষক ঠেকাতে পারেননি।
সাগরিকা গোল করার মিনিট তিনেক পর বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করতে পারত। তবে শিখার দূরপাল্লার শট ক্রসবারে লেগে ফেরত আসে। বাংলাদেশ কয়েকটি আক্রমণ করলেও গোলসংখ্যা আর বাড়াতে পারেনি। স্বাগতিক হলেও বাংলাদেশের বিপক্ষে তেমন দাপুটে ফুটবল খেলতে পারেনি লাওস। কাউন্টার অ্যাটাক কিংবা বাংলাদেশের ভুল পাসে বল পেয়ে কয়েকটি আক্রমণ করেছে। এর মধ্যে দুই-একটি গোলের সুযোগও ছিল অবশ্য।
এএফসি অ-২০ নারী টুর্নামেন্টের বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে অন্য দুই দল শক্তিশালী দক্ষিণ কোরিয়া ও অপেক্ষাকৃত দুর্বল তিমুরলেস্তে। দক্ষিণ কোরিয়া এই গ্রুপের হট ফেভারিট। বাংলাদেশের লক্ষ্য গ্রুপের রানার্সআপ নিশ্চিত করে বাকি আট গ্রুপের মধ্যে সেরা তিন রানার্সআপ হয়ে চূড়ান্ত পর্ব খেলা। এজন্য আজ স্বাগতিক লাওসের বিপক্ষে জয় খুবই প্রয়োজন।