রাজশাহীতে জামায়াতে ইসলামীর রোকন সমাবেশ

Spread the love

রাজশাহী প্রতিনিধি ।

রাজশাহীতে জামায়াতে ইসলামীর রোকন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত রুকন সমাবেশ-২০২৫ শনিবার (১৪ জুন) সকালে রাজশাহী নগরীর তেরখাদিয়া এলাকার ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে
অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৯টা থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত আয়োজিত এ সমাবেশে প্রায় ৩৫০ থেকে ৪০০ জন রুকন সদস্য অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের আমির ড. কেরামত আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, সহকারী সেক্রেটারি শাহাদত হোসেন ও বুলবুল আহমেদ।

সমাবেশে বক্তারা বিগত সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে অভিযোগ করেন, “পতিত আওয়ামী সরকারের আমলে জামায়াত নেতাকর্মীদের গুম, খুন ও অমানবিক নির্যাতনের শিকার হতে হয়েছে।” তারা এসব ঘটনার তীব্র নিন্দা জানান।

এছাড়া দলীয় কার্যক্রমকে আরও গতিশীল ও সংগঠিত করার লক্ষ্যে নানা দিক-নির্দেশনা প্রদান করেন বক্তারা। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *