পদ্মা নদীতে গ্রামবাসির ওপর গুলিবর্ষণ: প্রতিবাদে মানববন্ধন

Spread the love

স্পেশাল করেসপন্ডেন্ট।

কুষ্টিয়া: পদ্মা নদীতে গ্রামবাসীকে লক্ষ্য করে গুলিবর্ষণের প্রতিবাদে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের ফয়জুল্লাহপুর এলাকায় মানববন্ধন করেছেন স্থানীয়রা। রবিবার (৬ জুলাই) বিকেল ৪টায় রায়টা ও ফয়জুল্লাহপুর গ্রামবাসীর আয়োজনে এ মানববন্ধনে এলাকার শতাধিক নারী-পুরুষ ও শিশু অংশ নেয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, পদ্মা নদীর ভাঙন আতঙ্কে রয়েছে ফয়জুল্লাহপুর গ্রাম। নদীর তীর দিয়ে বালু ভর্তি কার্গো ট্রলার চলাচলের কারণে ভাঙন তীব্র হচ্ছে। তারা অভিযোগ করেন, বাঁধা দিতে গেলে গুলিবর্ষণের শিকার হতে হচ্ছে। গুলিবর্ষণের সাথে জড়িত বালু ব্যবসায়ী শামীম সরকার ও বেলাল বাহিনীর সদস্যদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে পদ্মা নদীতে বালু বহনকারী নৌকা চলাচলের কারণে কৃষিজমিসহ নদীপাড়ে ব্যাপক ভাঙন সৃষ্টি হয়েছে। এতে বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই নিয়ে ভুক্তভোগীরা স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। এর জেরে গতকাল শনিবার সকালে স্পিডবোটে করে শামীম সরকার ও বেলাল বাহিনীর নেতৃত্বে কয়েকজন অস্ত্রধারী রায়টা-ফয়জুল্লাহপুর বালির ঘাটে এসে গুলি চালায় এবং পালিয়ে যায়। এ সময় আমিরুল ইসলাম নামের স্থানীয় এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে এবং অপরাধীদের ধরতে অভিযান চলছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *