
জনতারকথা ডেস্ক:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। বৃহস্পতিবার জাতীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া এ তথ্য জানান।
তিনি বলেন, ঈদের দিন সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে বৈরী আবহাওয়ার কারণে জামাত আয়োজন অনুপযুক্ত হলে বিকল্প হিসেবে সকাল ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লির জন্য ঈদের জামাতের আয়োজন করা হয়েছে। ভিআইপি ব্লকে একসঙ্গে ২৫০ জনের নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। মুসল্লিদের জন্য নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মোতায়েন থাকবে পুলিশ, র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। থাকবে অজু, সুপেয় পানি, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স। মুসল্লিদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে থাকছে পৃথক প্রবেশ ও প্রস্থান পথ এবং নারী মুসল্লিদের জন্য পৃথক ব্লক ও প্রবেশপথ।
কোরবানির পশু কেনাবেচার সুবিধার্থে ডিএসসিসি ৮টি স্থানে অস্থায়ী হাট বসানোর ব্যবস্থা করেছে। এসব হাটে থাকবে পরিচ্ছন্নতা কর্মী, পুলিশ, এটিএম বুথ, পশু স্বাস্থ্যসেবায় নিয়োজিত চিকিৎসক ও মেডিকেল টিম। হাট শেষ হওয়ার পরপরই নির্ধারিত সময়ের মধ্যে হাট এলাকা পরিষ্কার করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
কোরবানির পশুর বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণের লক্ষ্যে ডিএসসিসির প্রায় ১০ হাজার পরিচ্ছন্নতা কর্মী, ২০৭টি ডাম্প ট্রাক, ২০০টি মিনি ট্রাকসহ প্রয়োজনীয় যানবাহন ও যন্ত্রপাতি প্রস্তুত রাখা হয়েছে। এবার প্রায় ৩০ হাজার মেট্রিক টন বর্জ্য অপসারণের প্রস্তুতি রাখা হয়েছে। দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৫টি ওয়ার্ডে ১ লাখ ৪০ হাজার বায়োডিগ্রেডেবল ব্যাগ, ৪০ টন ব্লিচিং পাউডার এবং ২২২ গ্যালন স্যাভলন বিতরণ করা হয়েছে।
ঈদের জামাত, কোরবানির হাট ও বর্জ্য ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে দক্ষিণ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি নগর ভবনে স্থাপন করা হয়েছে জরুরি পরিচালন কেন্দ্র এবং একটি নিয়ন্ত্রণ কক্ষ।
সংবাদ সম্মেলনে নগরবাসীর প্রতি অনুরোধ জানানো হয়, নির্ধারিত স্থানে কোরবানি দেওয়ার এবং বর্জ্য যত্রতত্র না ফেলে পরিচ্ছন্নতা রক্ষায় সহযোগিতা করার। ব্রিফিংয়ে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. জিল্লুর রহমানসহ সকল বিভাগীয় প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।