
নিউজ ডেস্ক, জনতারকথা।
ইসরায়েল-ইরান যুদ্ধবিরতির ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন হয়েছে। বিনিয়োগকারীদের ঝুঁকিপূর্ণ সম্পদের প্রতি আগ্রহ বাড়ায় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের আকর্ষণ কিছুটা কমে গেছে। ফলে, স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৩২২ দশমিক ০৯ ডলারে যা গত দুই সপ্তাহের মধ্যে যা সর্বনিম্ন।
ফিউচার মার্কেটেও স্বর্ণের দাম কমেছে প্রায় ১ দশমিক ৭ শতাংশ, প্রতি আউন্স বিক্রি হচ্ছে ৩ হাজার ৩৩৬ ডলারে। বিশ্লেষকদের মতে, যুদ্ধ পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ায় এবং ফেড সুদের হার কমাতে পারে এমন প্রত্যাশার কারণে বাজারে এই পরিবর্তন দেখা গেছে।
বিশ্ববাজারে এই পতনের প্রভাব বাংলাদেশের বাজারেও পড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বাজুস সূত্রে জানা গেছে, বিশ্ববাজারের দামের ওপর ভিত্তি করে দেশের দাম সমন্বয় করা হয়, ফলে দেশের বাজারেও যে কোনো সময় স্বর্ণের দাম কমানো হতে পারে।
বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৭৪ হাজার ৫২৮ টাকায়। ২১ ক্যারেটের ভরি ১ লাখ ৬৬ হাজার ৫৯৭ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৪২ হাজার ৮০২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ১৮ হাজার ১৬৮ টাকায় বিক্রি হচ্ছে।
বাজার বিশ্লেষকরা ধারণা করছেন, ফেডারেল রিজার্ভের আসন্ন সুদের হারের সিদ্ধান্ত এবং মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক পরিস্থিতিই আগামী দিনগুলোতে স্বর্ণের বাজার নির্ধারণে বড় ভূমিকা রাখবে।