
ফেনী প্রতিনিধি।
ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়ায় নিখোঁজের একদিন পর ডোবা থেকে জাবের রাবিন (১১) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ জুন) সকালে ইউনিয়নের নগরকান্দি গ্রামের এছাক হাজী বাড়ি সংলগ্ন স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাবিন নগরকান্দি গ্রামের পল্লী চিকিৎসক ওমর ফারুকের ছেলে। সে চট্টগ্রাম বিএফ শাহীন কলেজের স্কুল শাখার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে রাবিন পরিবারের সঙ্গে গ্রামের বাড়িতে এসেছিল। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সে সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি ডোবায় শিশুর মরদেহ ও একটি সাইকেল পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পরিবারের সদস্যরা গিয়ে রাবিনের মরদেহ উদ্ধার করেন।
নিহতের বাবা ওমর ফারুক বলেন, আমার দুই যমজ ছেলের মধ্যে রাবিন বড় ছিল। সে সাঁতার জানত, এলাকায় পরিচিতও ছিল। সুস্থভাবে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজার পর না পেয়ে আমরা থানায় সাধারণ ডায়েরি করেছিলাম। আমাদের ব্যবসা ও জমিজমা সংক্রান্ত কিছু বিরোধ রয়েছে। আমি সন্দেহ করছি, সেই বিরোধের জের ধরেই হয়তো কেউ আমার ছেলেকে হত্যা করেছে। আমি সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করছি, সাইকেল চালাতে গিয়ে অসাবধানতাবশত ডোবায় পড়ে তার মৃত্যু হতে পারে।