
আন্তর্জাতিক ডেস্ক।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইসরায়েল ও সিরিয়া যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তুরস্কে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত টম ব্যারাক ওই তথ্য দিয়েছেন। তিনি সিরিয়া বিষয়েও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত হিসেবে কাজ করছেন।
সিএনএন জানিয়েছে, তুরস্ক, জর্ডানসহ অন্যান্য প্রতিবেশী দেশগুলো একে স্বাগত জানিয়েছে।
টম ব্যারাক সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ‘দ্রুজ, বেদুইন এবং সুন্নিদের প্রতি আহ্বান জানাচ্ছি যেন তাঁরা যেন অস্ত্র নামিয়ে ফেলেন এবং অন্য সম্প্রদায়ের সঙ্গে শান্তি ও সমৃদ্ধির পথে নতুন ও ঐক্যবদ্ধ সিরীয় পরিচয় গড়ে তোলে।” তবে যুদ্ধবিরতির চুক্তি নিয়ে এখন পর্যন্ত কোনো পক্ষই আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।
গত বুধবার সিরিয়ায় হামলা চালায় ইসরায়েল। দেশটির দাবি, সংখ্যালঘু দ্রুজ জনগোষ্ঠীকে রক্ষার জন্য ওই হামলা করা হয়। দামেস্কে ওই হামলায় তিনজন নিহত হয় এবং একাধিক সরকারি ভবন বিধ্বস্ত হয়।
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারাআ জানান, সুওয়াইদা এলাকা থেকে সিরিয়ার সেনাবাহিনী সরে যেতে শুরু করেছে। ওই এলাকায় দ্রুজ ও বেদুইন গোষ্ঠীর মধ্যে ব্যাপক সহিংসতার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সেখানে সামরিক বাহিনী মোতায়েন করে সরকার। তবে শারাআর অভিযোগ ইসরায়েল সিরিয়ার জনগণকে বিভক্ত
করছে এবং দেশটিতে অরাজক পরিস্থিতির সৃষ্টি করছে। যুক্তরাষ্ট্র এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে এবং জানিয়ে দেয় সিরিয়ায় ইসরায়েলের হামলাকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র।