
স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা।
মেয়র শপথের দাবিতে দীর্ঘ ৩৯ দিন অচালবস্থার পর নগর ভবনে সীমিত পরিসরে প্রশাসনিক কার্যক্রম চালু হয়েছে। এ দিকে ইশরাক হোসেনকে মেয়র করার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিএনপির নেতাকর্মীরা।
সোমবার (২৩ জুন) নগর ভবনে গিয়ে দেখা গিয়েছে একসঙ্গে চলছে প্রশাসনিক কার্যক্রম ও আন্দোলন।
কাপ্তান বাজার কমপ্লেক্সের ইলেকট্রনিকস পণ্য ব্যবসায়ী মুজিরুল ইসলাম। এসেছিলেন ব্যবসায়ীক ট্রেড লাইসেন্স নবায়ন করতে। কিন্তু পুরোপুরি সেবা চালু না হওয়ায় তার কাজটি হয় নি।
এই ব্যবসায়ী বলেন, আমার ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স নবায়ন করতে এসেছিলাম। কিন্তু নতুন করে আবেদন নিচ্ছে না। সিটি করপোরেশনের কর্মকর্তারা বলেছেন, আগামী পহেলা জুলাই থেকে তারা নবায়নের আবেদন নেবে। এখন পুরাতন আবেনকারীদের নবায়ন দিচ্ছেন।
সেবা নিতে আসা আরিফ তালুকদার বলেন, আমার ছেলের নামে আমার ট্রেড লাইসেন্সটা ট্রান্সফার করতে এসেছিলাম। তারা খুব আন্তরিকতার সাথে আমার কাজটি করেছে। এরকম আন্তরিকতা আমি আগে কখনো দেখিনি।
সেবা নিতে আসা আফরোজা বেগম জানান, ট্রেড লাইসেন্সের টাকা জমা দিতে এসেছিলাম। খুব সহজেই তা জমা দিতে পেরেছি।
তিনি আরও বলেন, নাগরিক সেবা আমাদের অধিকার। আমরা চাই এই সেবা গুলো সব সময় চালু থাকুক। আন্দোলন চলুক সেই সাথে অব্যাহত থাকুক।
বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা ৩৯ দিনের আন্দোলনের কারণে সেবা বন্ধ ছিলো নগর ভবনে। গতকাল ঘোষণা দেওয়া হয় আজ থেকে চালু হবে সকল কার্যক্রম।
কিন্তু দেখা গিয়েছে অন্য অভিজ্ঞতাও। অনেকেই আবার ফিরে গেছেন খালি হাতে। বিভিন্ন বিভাগের কর্মকর্তারা না থাকায় সেবা মিলছে না।
মো. সাইফুল্লাহ বলেন, শুনেছিলাম আজ থেকে সকল কার্যক্রম চালু। ৪০ দিন ধরে দরবারে দরবারে ঘুরছি। আজ এসে দেখলাম ইঞ্জিনিয়ারিং বিভাগ বন্ধ রয়েছে। যে কাজের জন্য এসেছিলাম সে কাজটি আজ করতে পারলাম না।