
নিউজ ডেস্ক জনতারকথা
বাংলাদেশে জেলায় জেলায় পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হয়েছে। সিলেট, ঝিনাইদ, বরিশাল, কুমিল্লাসহ দেশেব্যাপী ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি জামাতে ছিল উপচে পড়া ভিড়। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। মসজিদ প্রাঙ্গণ পরিণত হয় এক মিলনমেলায়।
সিলেট
সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহা প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭জুন) সকাল সিলেটের কেন্দ্রীয় শাহী ঈদগাহে এ জামাত অনুষ্ঠিত হয়।
শাহী ঈদগাহ জামাতের আগে বয়ান পেশ করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুশতাক আহমদ খান ও নামাজে ইমামতি করেন একই মসজিদের ইমাম মাওলানা মুফতি জুনায়েদ আহমদ।
এ বছর সিলেটের ২ হাজার ৯৪১টি স্থানে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। এরমধ্যে নগরীতে ৩৯০টি ও জেলায় ২ হাজার ৫৫১টি জামাত অনুষ্ঠিত হবে।
ঝিনাইদ
ঝিনাইদহে উজির আলী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল আযহার ১০৭তম প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবর সকাল ৭টায় এ জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন ঝিনাইদহ কেন্দ্রীয় মসজিদের খতিব মো. সাইদুর রহমান।
ঈদের জামাতে শরীক হন কমপক্ষে ১৫ হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা। এদিকে বিশৃঙ্খলা এড়াতে ছিলো পুলিশের কড়া নজরদারি।
উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল, জেলা বিএনপি সভাপতি আব্দুল মজিদ, জেলা জামায়াতের আমীর আলী আযম মোহাম্মদ আবু বক্করসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ।
দেশ ও জাতির শান্তি কামনা করে ফিলিস্তিনিদের মুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয় ।
বরিশাল
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বরিশালে উদযাপিত হয়েছে মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা।
শনিবার (৭ জুন) সকালে নগরীর বান্দ রোডের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় প্রধান ঈদ জামাত। সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত এ জামাতে ইমামতি করেন কালেক্টরেট জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন।
জামাতে অংশ নেন বরিশালের বিভাগীয় কমিশনার রায়হান কায়ছার, জেলা প্রশাসক দেলোয়ার হোসেন, রাজনীতিবিদ, সমাজকর্মী, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার হাজারো ধর্মপ্রাণ মুসল্লি।
সকাল থেকেই দলে দলে মুসল্লিরা ঈদগাহে সমবেত হতে শুরু করেন। শান্তিপূর্ণ পরিবেশে নামাজ আদায়ের পর দেশ ও জাতির মঙ্গল কামনায় করা হয় বিশেষ মোনাজাত। এরপর মুসল্লিরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
কুমিল্লা
কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। ঈদ জামাতে ইমামতি করেন কুমিল্লা কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদ ও কেন্দ্রীয় ঈদগাহের প্রধান ইমাম ও খতীব হাফেজ মুফতী মাও. শাহ মোহাম্মদ ইব্রাহীম ক্বাদেরী।
কেন্দ্রীয় ঈদগাহে কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি হাজী আমিনুরর রশিদ ইয়াসিন, মহানগর বিএনপির সভাপতি উৎবাদুল বারী আবুসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরাসহ প্রায় লক্ষাধিক মুসল্রি নামাজ আদায় করবেন।
জেলা প্রশাসন কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লীদের নিরাপত্তা ব্যবস্থায় সিটি ক্যামারা লাগানো হয়েছে।সেই সাথে আশেপাশের এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বাগেরহাট
বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় ঈদুল আজহা পালিত হচ্ছে।
শনিবার (৭ জুন) সকাল ৭টায় বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়। যেখানে ইমামতি করেন খানজাহান (রহ.) মাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা খালিদ হোসেন।
দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়, এতে ইমামতি করেন ষাটগম্বুজ মসজিদের ভারপ্রাপ্ত ইমাম মাওলানা মো. নাসির উদ্দিন। তৃতীয় ও শেষ জামাতে ইমামতি করেন ষাটগম্বুজ মাদরাসার প্রভাষক ও মৌলভীপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মো. মাসুম বিল্লাহ।
এদিন প্রতিটি জামাতে ছিল উপচে পড়া ভিড়। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। মসজিদ প্রাঙ্গণ পরিণত হয় এক মিলনমেলায়।
ময়মনসিংহ
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ময়মনসিংহে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জেলার ১৩টি উপজেলায় প্রায় আড়াই হাজার স্থানে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৭ টায় নগরীর কাঁচিঝুলি আঞ্জুমান ঈদগাহ মাঠে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মুফতি হাফেজ আব্দুল্লাহ আল মামুন। একই মাঠে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সাড়ে ৮ টায়।
এছাড়া নগরীর বড় মসজিদ, আকুয়া বাইপাস মাদানীনুর মার্কাস মসজিদ, মোমেনশাহী সেনানিবাস, পুলিশ লাইন্স, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ জেলার ১৩টি উপজেলায় প্রায় আড়াই হাজার স্থানে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।