
আন্তর্জাতিক ডেস্ক।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে আমি কিছু দিচ্ছিও না, কথাও বলছি না। আমরা ওদের পরমাণু স্থাপনা একেবারে ধ্বংস করে দিয়েছি।
সোমবার (৩০ জুন) ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এসব কথা লেখেন। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাভত রাভানছির মন্তব্যের প্রেক্ষিতে ট্রাম্প এসব কথা লেখেন। এএফপি ও বাসস এ তথ্য দিয়েছে।
সম্প্রতি রাভানছির সাক্ষাৎকার নিয়েছে বিবিসি। যা আজই প্রচারিত ও প্রকাশিত হয়। সাক্ষাৎকারে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে বলেন, ‘ইরানের সাথে কূটনৈতিক আলোচনা শুরু করতে চাইলে নতুন করে হামলার চিন্তা বাদ দিন।’
রাভানছি জানান, যুক্তরাষ্ট্র আলোচনায় ফিরতে চায়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কিন্তু আলোচনা চলাকালে নতুন করে হামলার মতো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নে যুক্তরাষ্ট্র এখনও তাদের অবস্থান পরিষ্কার করেনি।’
ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ‘আমি ওবামার মতো ইরানকে কিছুই দিচ্ছি না। আমি তাদের সঙ্গে কোনো কথাও বলছি না। আর আমরা ওদের পরমাণু স্থাপনাগুলো একেবারে ধ্বংস করে দিয়েছি।’
তিনি উল্লেখ করেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন ইরানকে পরমাণু চুক্তির মাধ্যমে বিলিয়ন ডলার দিয়েছিলেন। সে পরমাণু চুক্তিকে ‘স্টুপিড’ বলে আখ্যায়িত করেন ট্রাম্প। তবে ক্ষমতাসীন হওয়ার পরই ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন তিনি।
পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে গত এপ্রিল থেকে পরোক্ষ আলোচনা শুরু করে ইরান। যার মধ্যস্থতা করে ওমান। এরইমধ্যে পাঁচদফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ জুন ইরানে হামলা শুরু করে ইসরায়েল। এরপরই ষষ্ঠ দফা আলোচনা ভেস্তে যায়।
হামলায় ইরানের শীর্ষ একাধিক সামরিক কর্মকর্তাসহ পরমাণু বিজ্ঞানী নিহত হন। ওই সংঘাতে যুক্তরাষ্ট্র নিজেই সরাসরি জড়িয়ে পড়ে এবং ইরানের কয়েকটি পরমাণু স্থাপনায় বোমা হামলা করে।
গত ২১ জুন যুক্তরাষ্ট্র ২১ জুন ফোরদো, নাতানজ ও ইসফাহান- এই তিনটি স্থানে বোমাবর্ষণ করে হামলায় যোগ দেয়।