
আন্তর্জাতিক ডেস্ক।
ইরান পারমাণবিক অস্ত্র তৈরির মতো মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করলে আবারও দেশটিতে বোমা হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৭ জুন) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।
সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, “তারা (ইরান) যদি পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোয়, তাহলে আবারও হামলা হবে—এটি প্রশ্নাতীত।” তিনি আরও উল্লেখ করেন, “তারা বোমা পাবে না, আর ইউরেনিয়ামও সমৃদ্ধ করতে পারবে না।”
ট্রাম্পের এই বক্তব্য আসে এমন এক প্রেক্ষাপটে, যখন এর আগে ২১ জুন যুক্তরাষ্ট্র বি-২ বোমারু বিমান দিয়ে ইরানের ফরদো, নাতাঞ্জ ও ইসফাহান পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছিল। তারও আগে, ১৩ জুন ইসরায়েল হামলা শুরু করলে টানা ১২ দিন ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলে। ট্রাম্প বলেন, এই সংঘাতে ইরানের সর্বোচ্চ নেতা “বাজেভাবে মার খেয়েছেন”।
শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২৩ জুন ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি হয়। এ বিষয়ে ট্রাম্পের মন্তব্য, “সংঘাত থামানোর জন্য সেটিই ছিল উপযুক্ত সময়।”
এছাড়া ন্যাটো সম্মেলনেও ট্রাম্প স্পষ্ট করে বলেন, যদি তেহরান আবার পারমাণবিক কার্যক্রম শুরু করে, যুক্তরাষ্ট্র পুনরায় বোমাবর্ষণ করবে। তবে একইসঙ্গে তিনি ইঙ্গিত দেন, ভবিষ্যতে ইরানের সঙ্গে কিছুটা সম্পর্কোন্নয়নের সম্ভাবনাও রয়েছে। ট্রাম্প বলেন, “আমার ধারণা, শেষ পর্যন্ত আমাদের ইরানের সঙ্গে একটা সম্পর্ক গড়ে উঠবে।”