
আন্তর্জাতিক ডেস্ক।
গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্র ও মানবিক সহায়তা বহরের আশপাশে ইসরায়েলি হামলায় অন্তত ৬১৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার দফতর (ওএইচসিএইচআর)। শুক্রবার (৫ জুলাই) জেনেভায় এক ব্রিফিংয়ে দফতরের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, “আমরা ২৭ জুন পর্যন্ত ৬১৩টি হত্যার ঘটনা নথিভুক্ত করেছি।”
নিহতদের অধিকাংশই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রের আশপাশে ছিলেন। ওএইচসিএইচআরের হিসাব অনুযায়ী, এসব মৃত্যুর মধ্যে ৫০৯ জন জিএইচএফ কেন্দ্রঘেঁষা হামলায় প্রাণ হারিয়েছেন।
জাতিসংঘ বলছে, জিএইচএফ জাতিসংঘ-নেতৃত্বাধীন ব্যবস্থাকে পাশ কাটিয়ে যুক্তরাষ্ট্রের বেসরকারি নিরাপত্তা কোম্পানির সহায়তায় গাজায় ত্রাণ সরবরাহ করছে, যা মানবিক নিরপেক্ষতার নীতিমালা লঙ্ঘন করে।
অন্যদিকে, ইসরায়েল দাবি করছে, জাতিসংঘ-সমর্থিত ত্রাণ ব্যবস্থায় হামাস জঙ্গিরা ত্রাণ ছিনিয়ে নিচ্ছে। তবে জাতিসংঘ জিএইচএফ-এর ব্যবস্থাকে ‘বিপজ্জনক’ হিসেবে অভিহিত করেছে।
রয়টার্সকে দেওয়া বিবৃতিতে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দফতরের মুখপাত্র এরি কানেকো বলেন, “একটি দখলদার শক্তি হিসেবে ইসরায়েলের দায়িত্ব গাজায় জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিশ্চিত করা।”
ইসরায়েলি সামরিক বাহিনী এখনও আনুষ্ঠানিক মন্তব্য না করলেও সম্প্রতি তারা স্বীকার করেছে যে গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকরা ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুই বছরব্যাপী ইসরায়েলি অভিযানে গাজার অধিকাংশ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে ২০ লাখেরও বেশি মানুষ, দেখা দিয়েছে ভয়াবহ খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট।