
নিজস্ব প্রতিবেদক , জনতারকথা।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের কোষা গোপালপুর এলাকায় অবস্থিত হোসেন ফিলিং স্টেশনের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাটিকামারি গ্রামের মৃত মোহাম্মদ আলী মৃধার ছেলে আজিজুল হক (৬২) , ফরিদপুর শহরের উত্তর টেপাখোলা এলাকার আব্দুল কাশেম মোল্লার ছেলে আব্দুল মান্নান মোল্লা (৭৫), ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের গড়িয়াদহ এলাকার বাসিন্দা বিভূতি কুমার বিশ্বাসের স্ত্রী মিনতি রানী বিশ্বাস (৪২)।
ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ঢাকাগামী রয়েল পরিবহনের বাসটি নির্দিষ্ট পথ ধরে চলছিল। তবে মাগুরাগামী লোকাল বাসটি নিজের সীমা লঙ্ঘন করে রং সাইডে গিয়ে রয়েল পরেবহনের বাসটির সামনের দিকে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় তিনজন নিহত ও রয়েল বাসের চালক, সুপারভাইজার ও হেলপার আহত হয়েছে।
করিমপুর হাইওয়ে পুলিশ জানায়, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেস বাস ও ফরিদপুর থেকে মাগুরাগামী লোকাল বাস রিক এন্টারপ্রাইজের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে লোকাল বাসের তিনজন নিহত ও উভয় বাসের ২৭ জন আহত হন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।