
আন্তর্জাতিক ডেস্ক।
রাশিয়ার দূর-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার (২৪ জুলাই) একটি অ্যান্টোনভ এএন-২৪ যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন এবং প্রাথমিক তথ্যে জানা গেছে, তাদের সবাই মারা গেছেন। রাশিয়ার জরুরি সেবাবিভাগের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
রয়টার্সের খবরে বলা হয়, বিমানটি ছিল সোভিয়েত আমলের অর্থাৎ প্রায় ৫০ বছরের পুরনো। বিমানের জ্বলন্ত ধ্বংসাবশেষ একটি হেলিকপ্টার থেকে দেখা গেছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।
হেলিকপ্টার থেকে ধারণ করা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ওই ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানটি ঘন বনাঞ্চলের একটি অঞ্চলে পড়ে গেছে এবং আগুন জ্বলছে। যদিও রয়টার্সে ভিডিওটি যাচাই করেনি।
সূত্র: রয়টার্স