
আন্তর্জাতিক ডেস্ক।
রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে সবাই নিহত হয়েছেন। ওই বিমানে পাইলট-ক্রুসহ ৪৩ জন ছিলে বলে এনডিটিভির খবরে বলা হয়েছে। তবে রয়টার্স বলছে, বিমানটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিল।
অ্যানটোনভ-২৪ নামের বিমানটি ব্লাগোভেশচেনস্ক শহর থেকে চীনের সীমান্তঘেঁষা আমুর অঞ্চলের টাইন্ডা শহরের দিকে যাওয়ার সময় রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ওই অঞ্চলের গভর্নর ভ্যাসিলি অরলোভ জানিয়েছেন, দুর্ঘটনায় সবাই নিহত হয়েছেন। রাশিয়ার সংবাদ মাধ্যম আরটির বরাত দিয়ে ভারতী সংবাদ মাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
এনডিটিভি জানায়, বিমানের মূল কাঠামোতে আগুন ধরে গিয়েছিল। ধ্বংসাবশেষ পাওয়া গেছে আমুর অঞ্চলে। সামাজিক মাধ্যমে আগুনে ঘেরা বিমানের ধ্বংসাবশেষের দৃশ্য প্রকাশিত হয়।
রাষ্ট্রীয় টেলিভিশন নিউজ চ্যানেল আরটি একটি আট সেকেন্ডের ভিডিও প্রকাশ করেছে। যেখানে দেখা যায়, সাইবেরিয়াভিত্তিক এয়ারলাইন্স ‘আঙ্গারা’ পরিচালিত একটি ক্ষতিগ্রস্ত বিমান বিশাল ধোঁয়ার কুণ্ডলিতে ঢাকা একটি বনাঞ্চলে পড়ে রয়েছে।
অ্যানটোনভ-২৪ নামের বিমানটি ব্লাগোভেশচেনস্ক শহর থেকে চীনের সীমান্তঘেঁষা আমুর অঞ্চলের টাইন্ডা শহরের দিকে যাওয়ার সময় রাডার থেকে অদৃশ্য হয়ে যায় বলে আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলোভ টেলিগ্রামে জানান।
প্রাথমিক তথ্য মতে, বিমানে মোট ৪৩ জন যাত্রী ছিল, যার মধ্যে ৫ জন শিশু এবং ৬ জন ক্রু সদস্য ছিলেন। গভর্নর অরলোভ জানিয়েছেন, সকলেই দুর্ঘটনায় নিহত হয়েছেন।
এদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ওই বিমানে প্রায় ৫০ জন আরোহী ছিলেন। যাদের সাবারই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। দেশটির দূর পূর্বাঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়েছে।
রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, রাশিয়ার আমুর অঞ্চলে বিধ্বস্ত হওয়া এএন- ২৪ বিমানটি অবতরণের সময় আগুন ধরে যায় এবং দুর্ঘটনাস্থলে আকাশপথে তল্লাশি চালিয়ে কোনো জীবিত ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি।
সূত্র: রয়টার্স, তাস, এনটিভি